×

সারাদেশ

রাস্তার ধস ঠেকাতে এগিয়ে এলেন তরুণরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৫:৩১ পিএম

রাস্তার ধস ঠেকাতে এগিয়ে এলেন তরুণরা

'কদমতলী- গাবতলী' সড়ক রক্ষায় বৃক্ষরোপন

মাটি কেটে উঁচু রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু বর্ষাকাল চলায় এ রাস্তা একেবারেই টিকানো যাচ্ছে না। প্রতি বর্ষাতেই এমন বেহাল হয়ে পড়ছে রাস্তা। আজ এখানে ভাঙছে তো কাল আরেক জায়গায় ভাঙছে। বগুড়া জেলার গাবতলী থানার 'কদমতলী- গাবতলী' সড়কের এ বেহাল দশা থেকে রক্ষায় বৃক্ষরোপন শুরু করেছে ওই গ্রামের একদল যুবক।

মঙ্গলবার হেল্প বাংলাদেশ ফাউন্ডেশের (এইচবিএফ) আর্থিক সহযোগিতায় তারা এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন এইচবিএফের পরিচালক আবুল বাশার মিরাজ, সিইও আবদুল্লাহ আল ফাত্তাহ, প্রজেক্ট ম্যানেজার সাইদুর রহমান, আ্যকাউন্টস্ ম্যানেজার সাকিবুল ইসলামসহ ওই এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক বলেন, 'মাটি কেটে উচুঁ রাস্তা করার কারণে রাস্তার ধার বারবার ধসে যাচ্ছে। এ ধসে যাওয়া রোধ করতে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। আমাদের উদ্দেশ্য পুরো রাস্তা জুড়েই বৃক্ষরোপণ করা। মূলত এ বর্ষায় যদি আমরা রাস্তা ধার দিয়ে বৃক্ষরোপণ করতে পারি তাহলে আগামীতে এ রাস্তার ধস ঠেকানো সম্ভব হবে বলে আশা করছি।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App