×

পুরনো খবর

ভেন্টিলেটর কাজে লাগে না, ব্যবহারকারীরা কেউ ফিরেনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৮:০৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  বলেছেন, আপনার ভেন্টিলেটর নেই নেই বলে চিৎকার করছেন, আসলে মহামারি করোনা ভাইরাস চিকিৎসায় ভেন্টিলেটর কাজে লাগে না। যারাই ভেন্টিলেটরে গেছেন, দেখা গেছে- তারাই মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জুন) সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রীিএসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, দেশে ৪০০ ডেন্টিলেটর আছে। কাজে লাগে মাত্র ৫০টি। সাড়ে ৩০০ পড়ে থাকে। অর্থাৎ ভেন্টিলেটর কাজে লাগছে না। প্রয়োজন নেই। এছাড়া দেখা গেছে, যারাই ভেন্টিলেটরে গেছেন, তারাই মারা গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো হাসপাতালে সেবা পাচ্ছে না, এমন কোনো বিষয় নেই। আমাদের ১৪ হাজার বেড আছে, রোগী আছেন চার হাজার। মানুষ যদি সচেতন হয়, মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রাখে, তাহলে সংক্রমণ কমে যাবে।

তিনি বলেন, আমাদের শুরুতে একটি টেস্ট ল্যাব ছিল। দেড় মাসে আমরা ৬৮টি ল্যাব করেছি। কোটি কোটি মানুষকে তো আর টেস্ট করতে পারব না। তবে পাশ্ববর্তি দেশ ভারত, পাকিস্তান থেকে আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। তা থেকে বোঝা যায় আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App