×

আন্তর্জাতিক

ভারতে টিকটকসহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ

Icon

nakib

প্রকাশ: ৩০ জুন ২০২০, ১২:৫৫ এএম

ভারতে টিকটকসহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ

টিকটক

ভারতে দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে টিকটকসহ কয়েক ডজন চীনের তৈরী অ্যাপস বন্ধ করে দেয়া হয়েছে। এক বিবৃতিতে এসব অ্যাপসকে দেশের সম্মান, প্রতিরক্ষা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর উল্লেখ করে জনস্বার্থে বন্ধ করে দেয়া হয়। বন্ধ করে দেয়া ৫৯টি অ্যাপসের মধ্যে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস ‘উই চেট’ রয়েছে।

দেশ দুটির মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলামান সীমান্ত সংঘাতের পর এমন সিদ্ধান্ত আসলো। ভারতে চীনা পণ্য বয়কটের ডাক দেয়া হলেও খুব বেশি সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে সীমান্তে উভয় দেশ সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে এবং চীন নতুন করে অবকাঠামো নির্মাণের চেষ্টা করছে। এর আগে চীনা সৈন্যদের সাথে সংঘর্ষে ২০ ভারতীর সেনার মৃত্যু হয়েছিল।

ভারতীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয় এসব অ্যাপসগুলো গ্রাহকদের তথ্য চুরি করে অন্যদের মধ্যে সরবরাহের অনেক অভিযোগের প্রেক্ষিতে অ্যাপসগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে সামনে দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধও শুরু হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App