×

জাতীয়

করোনায় বেকারত্ব মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই

Icon

nakib

প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৬:১৫ পিএম

করোনায় বেকারত্ব মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই

সমাজসেবার কর্মশালা

করোনার আর্থ-সামজিক প্রভাব সুদূরপ্রসারী। আগামী দিনগুলোতে কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ প্রভাব মোকাবিলায় মানবসম্পদের দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। সমাজসেবা অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন আলোচকগণ।

মঙ্গলবার (৩০ জুন) আগারগাঁও-এ সমাজসেবা অধিদফতর মিলনায়তনে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ: বর্তমান অবস্থা ও ভবিষ্যত করনীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক (ইউসিডি) মো: মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় পরিচালিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (কার্যক্রম) জনাব জুলফিকার হায়দার। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরে উপপরিচালক (ইউসিডি) ও বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানউন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহা: কামরুজ্জামান।

প্রবন্ধে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে ৫ কোটি ৮৭ লাখ শ্রমশক্তি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এর বাইরে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে ৭০ লক্ষের অধিক মানুষ। স্বল্প দক্ষতার কারণে উৎপাদলশীলতা হ্রাস পাওয়ার পাশাপাশি এ ক্ষত্রে প্রবৃদ্ধিও কম হচ্ছে। তাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরতে তরুণদের উপযুক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমাজসেবা অধিদফতর শহর সমাজসেবা কার্যক্রম (ইউসিডি)’র আওতায় দেশে ৮০টি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে। এসব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে চলতি সেশনের ১২,০০০ জন প্রশিক্ষণার্থীর ২০টির অধিক ট্রেডে প্রশিক্ষণ করছে। কার্যক্রমের শুরু থেকে এ পর্যন্ত ২,৭২,১৯১ জন। প্রবন্ধকার বলেন, তরুণদের ভবিষ্যত কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এ কাজে সকলের সুচিন্তিত মতামত প্রয়োজন।

চারটি দলে অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণ সমাপনান্তে প্রণোদনার ব্যবস্থা করা; অর্থনৈতিক প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) চাহিদা অনুযায়ী ট্রেড নির্বাচন ও প্রশিক্ষণ প্রদান; উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে নেটওয়ার্কিং জোরদারকরণসহ বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে সৃষ্ট বেকার সমস্যা মোকাবিলায় স্থানীয় পর্যায়ের চাহিদা ভিত্তিতে প্রশিক্ষণ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। একইসাথে প্রশিক্ষণ ইমপেক্ট স্ট্যাডি ও অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ চালুর ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আবু মাসুদ, পরিচালক (প্রতিষ্ঠান) সৈয়দ মোঃ নূরুল বাসির, পরিচালক (সামাজিক নিরাপত্তা) সাব্বির ইমামসহ বিভিন্ন শাখার উপরিচালক, সহকারী পরিচালক ও সমাজসেবা অফিসারগণ, এটুআই প্রকল্পের দক্ষতা উন্নয়ন স্পেশালিস্ট অংশগ্রহণ করেন।

এছড়া জুম ক্লাউডের মাধ্যমে সভায় অংশগ্রহণ বিভিন্ন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকবৃন্দ, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসারবৃন্দ, সমন্বয় পরিষদের সভাপতি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকগণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App