×

বিনোদন

একজন শিল্পীকে চরম অপমান করেছেন শাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ১২:৫৫ পিএম

সংগীতশিল্পী দিলরুবা খানের ‘পাগল মন’ গানটি অভিনেতা শাকিব খান তার প্রযোজিত গত বছর মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ ছবিতে ব্যবহার করেন। যার কারণে সম্প্রতি ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে শাকিবের বিরুদ্ধে মামলাও করেছেন দিলরুবা। অপরদিকে শাকিব খান বলেছেন, মাত্র দুটি লাইন ব্যবহার করার কারণে এত টাকা ক্ষতিপূরণ অযৌক্তিক। এ ব্যাপারে দিলরুবা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমরা তাদের সুযোগ দিয়েছিলাম। ফেব্রুয়ারিতে একবার শাকিব খান আমাদের আইনজীবী ওলোরা আফরিনের অফিসে এসেছিলেন। তখন ক্ষতিপূরণ দেবেন বলেও আশ্বাস দেন। আমরা সেটা মেনে নিই। এরপর মাসখানেক পরে আরেকবার তিনি এসেছিলেন। দুই লাখ টাকা দিতে চান। কিন্তু দুই লাখ কেন? গানটি তার নিজের চ্যানেলে দেখা হয়েছে এক কোটি ৯০ লাখের বেশিবার। একটি মোবাইল কম্পানির কাছেও তিনি রাইটস বিক্রি করেছেন। সেই কম্পানি গানটি নিয়ে বিজ্ঞাপনও করেছে। নিশ্চয় ভালো মূল্য না পেলে শাকিব খান গানটি তাদের দিতেন না! দশ কোটি টাকা ক্ষতিপূরণ বেশি কি না জানতে চাইলে তিনি বলেন, আমার আইনজীবী বুঝেশুনে মামলাটি করেছেন। এটি বেশি কি কম, তিনিই ভালো বলতে পারবেন। আমরা শিল্পী, টাকার কাঙাল না। তবে সম্মানে লাগলে আর সহ্য করতে পারি না। শাকিব প্রথম যখন গানটি ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তখন যদি আমাকে একটি ফোন করতেন, অনুমতি নিতেন, আমি কি টাকা চাইতাম! বরং খুশি হতাম যে আমাকে সম্মান করে গানটি চেয়ে নিয়েছেন। শাকিব যেটি করেছেন সেটিকে একজন শিল্পীর জীবদ্দশায় চরম অপমান করা বলে। এটিকে মেনে নিলে শিল্পের সঙ্গে বেইমানি করা হবে। দেয়ালে পিঠ ঠেকে গেলে আর কি সহ্য করা যায়? তা ছাড়া বারবার অসম্মানিত হওয়ার কারণে ধৈর্য রাখতে পারলাম না। আবারও বলছি, শাকিব যদি অনুমতি নিতেন, কিছু বলতাম না। আমি জীবিত থাকতে কেন অনুমতি নিলেন না? তার মানে আমি দিলরুবা কি গণনা করার মতো কেউ নই? এত বড় অপমান সহ্য করা কি ঠিক! অনেক চিন্তা-ভাবনা করে মনে হলো মরার আগে একবার বুঝিয়ে দিয়ে যাই আমারও আত্মসম্মানবোধ আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App