×

সারাদেশ

আমফানে ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের পাশে ওর্য়াল্ডফিশ বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৮:৪১ পিএম

আমফানে ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের পাশে ওর্য়াল্ডফিশ বাংলাদেশ

মাছ ধরার নৌকা।

ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ ৪২৬টি মৎস্যজীবী পরিবারের জন্য ২৪ লাখ ৬০ হাজার টাকার মানবিক সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ।

ইউএসএআইডির অর্থায়নে সংস্থার ইকোফিশ-২ প্রকল্পের আওতায় উখিয়া, মহেশখালী, টেকনাফ ও কক্সবাজার সদর উপজেলার ২০০টি পরিবারের মধ্যে ছাগল- ভেড়া, হাঁস- মুরগী এবং শাকসবজির বীজ বিতরণ এবং ৪৪টি মাছ ধরার নৌকা পুননির্মানে সহায়তা করা হবে।

ওয়ার্ল্ড ফিশ, কক্সবাজারের ফিশারি ল্যান্ডিং সেন্টারে কর্মরত ৫০জন মৎস্য শ্রমিকের মাঝে নগদ ২৫ হাজার টাকা ও ৭জন সামুদ্রিক শৈবাল এবং ঝিনুক চাষীদের মধ্যে ৭ হাজার টাকা বিতরণ করবে। এ ছাড়াও সংস্থাটির পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের একশটি ঘর পুনর্নিমাণে সহায়তা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App