×

জাতীয়

লঞ্চডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০১:৩৮ পিএম

লঞ্চডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

লঞ্চডুবির ঘটনায় ডুবুরি দলের উদ্ধার তৎপরতা। ছবি: শাহাদাত হাওলাদার

রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন ও পিপিপি সেল) মো. রফিকুল ইসলাম খান। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোমবার (২৯ জুন) দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, ‘কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

সোমবার সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। দুপুর ১টা পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App