×

জাতীয়

নকল করোনা সুরক্ষা সামগ্রী, জরিমাণা ১ লাখ ২৪ হাজার টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০৯:৫৯ পিএম

নকল করোনা সুরক্ষা সামগ্রী, জরিমাণা ১ লাখ ২৪ হাজার টাকা
করোনা মহামারীতেও থেমে নেই কিছু দুষ্ট চক্রের কর্মকাণ্ড। অতিরিক্ত মুনাফার আশায় তারা মাণহীন ও নকল করোনা সুরক্ষা সামগ্রী বিক্রি করে সাধারণ নাগরীকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে । এরই ধারাবাহিকতায় আজ সোমবারও রাজধানীর তোপখানা রোড ও বিএমএ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময়ও নকল হ্যান্ড স্যানিটাইজার, অননুমোদিত কেএন -৯৫ মাস্ক ও ভুয়া ভাইরাস শাট আউট কার্ড এ সকল দ্রব্য পাওয়া যায়। এমতাবস্থায় ৭টি মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা রিমাণা করা হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহনাজ হোসেন ফারিবা ভোরের কাগজকে এসব তথ্য জানিয়ে বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রমনা অঞ্চলের সহকারী কমিশনার শেখ মোহাম্মদ শামীম এবং ওষুধ প্রশাসনের সহায়তায় এ অভিযান চালানো হয়। সে সময় বিএমএ ভবনের মতো মার্কেটগুলোতেও নকল হ্যান্ড স্যানিটাইজার, অননুমোদিত কে-৯৫ মাস্ক ও ভুয়া ভাইরাস শাট আউট কার্ড বিক্রি করতে দেখা যায়। ভুয়া ভাইরাস শাট আউট কার্ড যা গলায় ঝুলালে ১ মাস করোনা ভাইরাস প্রতিরোধ করে বিষযটি পুরোই ভিত্তিহীণ। কার্ডগুলো ক্লোরিন ডাই অক্সাইড নির্গত করে আশেপাশের বাতাসের সব ভাইরাস ব্যাকটেরিয়া মেরে ফেলে। এগুলো সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম। ক্লোরিন ডাই অক্সাইড মেডিকেল যন্ত্রপাতি বিশুদ্ধকরণে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ক্লোরিন ডাই অক্সাইড একটি নির্দিষ্ট ঘনত্বের অনুপাতে এ মেডিকেল যন্ত্রপাতির উপর প্রয়োগ করতে হয়। যেখানে প্রয়োগ করা হয় সেখানে মানুষের থাকা নিষেধ, কারণ মানব স্বাস্থ্যের জন্য এটি হুমকি। তাই ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৪ হাজার টাকা জরিমাণা করা হয়। এছাড়াও সে সময় আসল হেক্সিসলের খালি বোতল বিক্রয় করতে দেখা যায়। সেগুলোও ড্রাগ এক্ট ১৯৪০ এর আওতায় জব্দ ও ধ্বংস করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App