×

আন্তর্জাতিক

ট্রাম্পকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চায় ইরান

Icon

nakib

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০৮:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরানের একটি আদালত। গত জানুয়ারি মাসে দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ডার কাসেম সোলায়মানিতে হত্যার দায়ে জারি করা পরোয়াানা মেতাবেক ট্রাম্পকে আটক করতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে ইরান।

সুলাইমানিকে হত্যার সাথে জড়িত আরো ৩৬ জনের বিরেুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। তবে তালিকার প্রথমেই ট্রাম্পের নাম রয়েছে বলে  জানায় ইরানের এ্যাটর্নি জেনারেল আলি আরকাসি মেহের। ট্রাম্প ক্ষমমতা থেকে নামার পরেই দ্রুত তার বিচার শুরু হবে বলেও মন্তব্য করেন  তিনি।

অন্যদিকে অভিযুক্ত ৩৬ জনকে আটক করতে রেড এ্যালার্ট জারি করতে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপুলের সহায়তা কমনা করছে ইরান।

কাসেম সুলাইমানিকে যুক্তরাষ্ট্রে পক্ষ থেকে পরিচালিত এক ড্রোন হামলা করে ইরাকের বাগদাদে হত্যা করা হয়। এ হত্যাকে ইরানের পক্ষ থেকে গুপ্ত হত্যা বলে সমালোচনা করা হয়। পাশাপাশি ইরানের পক্ষ থেকে ইরাকে বেশ কিছু যুক্তরাষ্ট্রের সেনাঘাতি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App