×

জাতীয়

জনতার ভিড়ে উদ্ধার কাজ ব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১২:২৩ পিএম

জনতার ভিড়ে উদ্ধার কাজ ব্যাহত

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি, নৌকায় উৎসুক জনতার ভিড়

জনতার ভিড়ে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঘটনাস্থলের আশেপাশে অসংখ্য নৌকা। এসব নৌকায় উৎসুক জনতার ভিড়। এখন পর্যন্ত শিশু নারীসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ সাধারণ মানুষ। রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। সোমবার (২৯ জুন) সকাল ৯ টার দিকে রাজধানীর শ্যামবাজার ফরাসগঞ্জে বুড়িগঙ্গায় লঞ্চটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতারে পাড়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, লঞ্চটিতে নারীও শিশু বেশি থাকায় হতাহতের সংখ্যা অনেক হতে পারে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে তিনজন নারী, ৯ জন পুরুষ এবং দুইজন শিশু রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App