×

জাতীয়

বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসেনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১১:৫৬ এএম

বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসেনি

বুড়িগঙ্গায় উৎসুক জনতার ভিড়

বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসেনি

বুড়িগঙ্গায় লঞ্চডুবি

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। উদ্ধার অভিযানে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে এসে এখনও পৌঁছেনি। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদত হোসেন।

সোমবার (২৯ জুন) সকাল ৯ টার দিকে রাজধানীর শ্যামবাজার ফরাসগঞ্জে বুড়িগঙ্গায় লঞ্চটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতারে পাড়ে আসেন। সদরঘাটের ফরাশগঞ্জে অপর লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে যায়। ময়ূর লঞ্চেের ধাক্কায় ডুবেছে লঞ্চটি। ডুবে যাওয়া লঞ্চের নাম মর্নিং বার্ড।

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, লঞ্চটিতে নারীও শিশু বেশি থাকায় হতাহতের সংখ্যা অনেক হতে পারে। একই আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল| সদ্য উদ্ধার তৎপরতায় অংশ নেয় কোস্টগার্ড। একই সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনীর ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে তিনজন নারী, ৯ জন পুরুষ এবং দুইজন শিশু রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App