×

আন্তর্জাতিক

করোনায় নাজেহাল ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ

Icon

nakib

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১১:০৮ পিএম

করোনায় নাজেহাল ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ

ব্রাজিলে বিক্ষোভ

করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থ হওয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বুলসুনাররুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির জনগণ। ল্যাটিন আমেররিকার দেশটিতে গত এক সপ্তাহে ব্যাপক সংক্রমণ বৃদ্ধির কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

‘স্টপ বুলসুনারু’ নামের এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটির প্রধান প্রধান শহরে এবং বিশ্বের ২০টি দেশে। এ সময় বুলসুনারুকে গণতন্ত্রের জন্য হুমকি অভিহিত করে তার পদত্যাগ দাবি করে অন্দোলনকারীরা।

ব্রাজিলে গত ৭ দিনে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের। সর্বমোট ৫৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং মোট শনাক্ত হয়েছে ১০ লাখের বেশি রোগী। উল্লেখ্য, করোনাকে সাধারণ ফ্লু হিসেবে উল্লেখ্য করে ব্যাপক সমালোচনায় পড়েছিলেন এ উগ্র ডানপন্থী নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App