বন্দিজীবন, তবুও স্বস্তি পূর্ব রাজাবাজারবাসীর

আগের সংবাদ

বাজেটে কৃষিতে বরাদ্দ বাড়ানো ইতিবাচক

পরের সংবাদ

করোনায় মারা গেলেন প্রতিরক্ষা সচিব

প্রকাশিত: জুন ২৯, ২০২০ , ১১:৩৮ পূর্বাহ্ণ আপডেট: জুন ২৯, ২০২০ , ৩:৪০ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন আবদুল্লাহ আল মোহসীন। সোমবার সকাল সাড়ে ৯টায় সেখানেই তার মৃত্যু হয়।

মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ আল মহসিন। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে তাকে সিএমএইচে নেয়া হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়। দুই সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

চলতি বছরের ১২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন আবদুল্লাহ আল মহসীন। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

এদিকে, প্রতিরক্ষা বিভাগের সিনিয়র সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। তারা মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়