×
Icon ব্রেকিং
ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল, ইরানের বিভন্ন শহরে বিমান চলাচল বন্ধ

অর্থনীতি

বাজেটের সঠিক প্রয়োগ করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ১০:২৫ এএম

বাজেটের সঠিক প্রয়োগ করতে হবে
আসাদুজ্জামান রৌশন সভাপতি শেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন শেরপুর জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আসাদুজ্জামান রৌশন। তিনি বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রার্দুভাবের কারণে দেশের প্রতিটি স্তরে মন্দাভাব বিরাজ করছে। এ মন্দাভাব কাটিয়ে ওঠা ও রুগ্ণশিল্পগুলো ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। এই বাজেটের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি সেক্টরে বরাদ্দের অর্থের সঠিক প্রয়োগ ও ব্যবহার নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান রৌশন বলেন, প্রস্তাবিত বাজেটে বেকারত্ব দূরীকরণ ও ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এটা প্রশংসনীয় উদ্যোগ। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষিখাতে ভর্তুকি আরো বাড়াতে হবে। শিল্প কারখানার পাশাপাশি গবাদী পশু, হাঁস, মুরগি, মৎস্য চাষের ওপর দৃষ্টি দিতে হবে। তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেটে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত রুগ্ণ, ছোট, বড় ও মাঝারি শিল্পের উন্নয়নে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। অথচ এসব শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। এজন্য এসব শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে সহজশর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, শিল্পায়ন, বাণিজ্য, ভৌত অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল বাংলাদেশ, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ উৎপাদন বাড়াতে এসব সেক্টরের বাজেট বাস্তবায়নে নজরদারি জোরদার করতে হবে। তিনি বলেন, বাজেট প্রস্তাবের সব খাতের বরাদ্দকৃত অর্থ পরিকল্পিত ও সঠিকভাবে প্রয়োগের বিষয়টি শতভাগ নিশ্চিত করতে হবে। এতে দেশের মুখ থুবড়ে পড়া অর্থনীতির চাকা আবারো সচল হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App