×

ক্রিকেট

টাইগারদের নিয়ে আত্মবিশ্বাসী মুমিনুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ০৩:২১ পিএম

টাইগারদের নিয়ে আত্মবিশ্বাসী মুমিনুল

টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল

টেস্ট ক্রিকেটে ২০ বছর পেরিয়ে গত শুক্রবার (২৬ জুন) ২১ এ পা দিয়েছে বাংলাদেশ। কিন্তু পরিতাপের বিষয় হলো ‍দুই দশকের লম্বা এই সময়টিতেও এই ফরম্যাটে স্বরুপে উদ্ভাসিত হতে পারেনি টাইগাররা। এমনকি সাদা পোশাকে ছড়াতে পারেনি উজ্জ্বলতার আভা। বর্তমানে টাইগারদের টেস্ট দলপতি মমিনুল হকও নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশ দল ১১৯টি টেস্ট খেলে জিতেছে মাত্র ১৪টিতে আর ড্র করেছে ১৬টিতে। এই বিষয়ে ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মমিনুল বলেন লম্বা সময় ধরে টেস্ট খেললেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি টাইগাররা।

ইতোমধ্যে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২০ বছর পূর্ণ হয়ে গেছে। এ দীর্ঘ সময়ে বাংলাদেশের ক্রিকেট মাঠে ও মাঠের বাইরে কতটা এগিয়েছে? তা নিয়ে আলোচনা, পর্যালোচনা, ব্যাখ্যা-বিশ্লেষণ সবখানে। এ বিষয়ে ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেছেন, 'আমি মনে করি, আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি তা স্বীকার করছি। দল হিসেবে আমাদের আরও উন্নতি করা উচিৎ ছিল। তারপরও আমি বলবো, আমাদের কিছু ইতিবাচক দিক রয়েছে। আপনাকে সেসব ইতিবাচক দিক থেকে অনুপ্রাণিত হতে হবে। ব্যক্তিগত দিক থেকে অনেক উন্নতি হয়েছিল। দলে অনেকের চমৎকার পারফরম্যান্স আছে।'

বাংলাদেশ দলের টেস্ট পারফরম্যান্স নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা অনেক সমালোচনাই করছেন। কিন্তু বাংলাদেশের অর্জনগুলিকেও ছোট করে দেখেন না টাইগার দলের টেস্ট দলপতি মুমিনুল। তিনি বলেন, 'আমাদের কয়েকটি ডাবল সেঞ্চুরি আছে। আমাদের ৫ উইকেট নিতে পারা অনেক বোলার আছে, হ্যাটট্রিক আছে। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে আমাদের দলে অনেক ইতিবাচক দিক রয়েছে। আরেকটা বিষয়, ঘরের মাটিতে জিততে আমরা অভ্যস্ত ছিলাম না। তবে এখন সবার আত্মবিশ্বাস আছে যে, আমরা নিজেদের মাটিতে সফল হতে পারি। আশা করি, কয়েক বছরের মধ্যে বিদেশের মাটিতেও আমাদের সফলতা বাড়বে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App