×

আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় বিশ্বের বৃহৎ হাসপাতাল ভারতে

Icon

nakib

প্রকাশ: ২৮ জুন ২০২০, ০৯:৪৭ পিএম

করোনা মোকাবেলায় বিশ্বের বৃহৎ হাসপাতাল ভারতে

স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে হাসপাতালের উদ্বোধন

ভারতে প্রতিনিয়ত করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার পরদিন দেশটিতে ভাইরাসটির প্রার্দুভাব নিয়ন্ত্রণে বিশ্বের সবচেয়ে বৃহৎ হাসপাতাল চালু করেছে। দিল্লিতে রবিবার (২৮ জুন) থেকে সর্দার প্যাপেল কোভিড কেয়ার নামের ১০ হাজার বেডের হাসপাতালটি চালু করা হয়।

ইতোমধ্যে ২ হাজার বেডে সেবা প্রদান করা শুরু হয়েছে। দিল্লীর ছাত্রারপুরে অবস্থিত বাকি ৮ হাজার বেডে আগামী বুধবার থেকে চালু হবে  বলে জানিয়েছে দিল্লী সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরেওয়াল হাসপাতালটি উদ্বোধন করেন। কেজরিওয়াল টুইটারে এক পোষ্টে এ হাসপাতালকে বিশ্বের সবচেয়ে বড় হাসপাতাল বলে উল্লেখ করেন। দিল্লীর মানুষের স্বাস্থ্যসেবায় এ হাসপাতাল বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অমিত শাহ।

হাসপালটি চালু করার দিন ভারতে একদিনে সর্বোচ্চ ১৯ হাজার ৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয় ৪১০ জনের। এ নিয়ে দেশটিতে  মোট সংক্রমতি হয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৫ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App