×

বিনোদন

আততায়ীর গুলিতে ৩২ বছর বয়সী সংগীতশিল্পীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ০৪:৩৩ পিএম

আততায়ীর গুলিতে ৩২ বছর বয়সী সংগীতশিল্পীর মৃত্যু
আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ৩২ বছর বয়সী মার্কিন র‌্যাপার হুয়ে। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের কিনলচে আনুমানিক রাত ১০টা ৫৫ মিনিটে গুলিবিদ্ধ হন তিনি। পরপর দুটি গুলি করা হয় তাকে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করতে পারেনি সেন্ট লুইস কাউন্টি পুলিশ। হুয়ের পুরো নাম লরেন্স ফ্রাঙ্ক জুনিয়র। তার জন্ম ও বেড়ে ওঠা সেন্ট লুইস শহরের কিনলচে। ২০০৬ সালে ‘পপ, লক এন্ড ড্রপ ইট’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পায় হুয়ে। ওই সময় গানটি ইউএস সেরা গানের তালিকায় ৬ নম্বরে উঠে আসে। এছাড়া তার ‌‘নোবডি লাভ দ্য হুডস’, ‘টার্ন আপ’, ‘টেল মি দিস’ গানগুলোও রয়েছে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায়। কিনলচে এই র‌্যাপার যখন গুলবিদ্ধ হন তখন একই শহরে গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন। তবে তার অবস্থা মৃত্যু সংকটাপন্ন নয়। পুলিশের ধারণা দুটি ঘটনার মাঝে কোনো যোগসূত্র রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App