×

অর্থনীতি

প্যাকেজ বাস্তবায়ন না করলে আমানত তুলে নেয়ার প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২০, ০২:৫১ পিএম

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। কিন্তু অনেক ব্যাংকই এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করছে না। তাই প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ বাস্তবায়নে যেসব ব্যাংক সহযোগিতা করবে না; ওইসব ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেয়ার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

আজ শনিবার দুপুর ১২ টায় এফবিসিসিআই কার্যালয়ে (ফেডারেশন ভবন, মতিঝিল) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে এফবিসিসিআইয়ের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রস্তাবিত বাজেট নিয়ে এফবিসিসিআইয়ের মতামত প্রকাশের সময় এসব কথা বলেন। এফবিসিসিআই সহ-সভাপতি এবং পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফাহিম বলেন, প্যাকেজ বাস্তবায়নে অনেক ব্যাংক এগিয়ে আসলেও কিছু ব্যাংকের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। যেসব ব্যাংক প্যাকেজ বাস্তবায়নে সহযোগিতা করবে না; ওই সব ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেয়ার প্রস্তাব করছি।পাশাপাশি যারা সহযোগিতা করছে তাদের ট্যাক্সের সুবিধা দেয়া যায় কি-না তা বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। এফবিসিসিআই সভাপতি বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি উত্থাপন করলাম। শিগগিরই অর্থমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দিয়ে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App