×

রাজধানী

অনলাইনে এনআইডি সেবা নিয়েছে ১২ লাখ নাগরিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২০, ১০:১৭ পিএম

করোনাভাইরাস মহামারীর সময়ে দুই মাসে ১২ লাখেরও বেশি নাগরিক অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নিয়েছেন বলে জানিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কমিউনিকেশন ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান।

তিনি বলেন, ঘরে বসে অনলাইনে আবেদন করে ডাউনলোডের মাধ্যমে এনআইডি নিতে পেরেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিকের পর স্মার্টকার্ড নিতে পারবেন এসব নাগরিক। গত ২৭ এপ্রিল থেকে নতুন ভোটার হাওয়া, হারানো কার্ডের ডুপ্লিকেট সংগ্রহ, সংশোধনসহ অন্যান্য সেবার ক্ষেত্রেও এ প্রক্রিয়া চলছে।

কাজী আশিকুজ্জামান জানান, ২০ জুন পর্যন্ত ১১ লাখ ৫৭ হাজার ৩৭১ জন নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে অনলাইনে এই সংক্রান্ত সেবা নিয়েছেন। অাজ শনিবার পর্যন্ত সেবাগ্রহীতার সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যায়।

এনআইডি উইং কর্মকর্তারা জানান, সব প্রক্রিয়া শেষে প্রতিটি লেমিনেটেড এনআইডি প্রিন্টিং করা পযন্ত ৮-১০ টাকা ব্যয় হয়। অনলাইন সেবার কারণে ইসির এনআইডি উইংয়ের কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি ঢাকা ও জেলা পর্যায়ে নির্বাচন অফিসে আবেদনকারীর আসা যাওয়ার ভোগান্তি ও আর্থিক ক্ষতি কমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App