প্যাকেজ বাস্তবায়ন না করলে আমানত তুলে নেয়ার প্রস্তাব

আগের সংবাদ
বিরাট কোহলি

কোহলির নাম্বার ওয়ান হওয়ার রহস্য ফাঁস

পরের সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি’র নতুন উপ-উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: জুন ২৭, ২০২০ , ২:৫৯ অপরাহ্ণ আপডেট: জুন ২৭, ২০২০ , ৩:০২ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার (২৭ জুন) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সিন্ডিকেট সদস্য ড. মো. মিজানুর রহমান, নীল দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও মো. আবদুর রহিম।

গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। করোনা উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সেদিনই উপাচার্য দফতরে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে দুই মেয়াদে উপ-উপাচার্যর দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. নাসরীন আহমাদ। অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তাঁর স্থলাভিষিক্ত হলেন। পুষ্পস্তবক অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি নীল দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন মুহম্মদ আহসান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ এবং ড. মো. রেজাউল কবির।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়