বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি'র নতুন উপ-উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

আগের সংবাদ

মুনাফালোভীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান

পরের সংবাদ

কোহলির নাম্বার ওয়ান হওয়ার রহস্য ফাঁস

প্রকাশিত: জুন ২৭, ২০২০ , ৩:০৬ অপরাহ্ণ আপডেট: জুন ২৭, ২০২০ , ৩:০৬ অপরাহ্ণ
বিরাট কোহলি

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বোলারদের কাছে এক মূর্তমান আতঙ্ক। ক্রিজে সেট হতে পারলে সেদিন আর বোলারদের রক্ষা নেই। তাই তো তার দিকে বোলারদের থাকে বাড়তি নজর। কীভাবে তাকে কুপোকাত করা যায় সেই চিন্তায় বোলারদের মাথায় ঘুর ঘুর করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোহলিই জয়টা দেখেন। আর তাই তো কম সময়ের মধ্যেই রানের পাহাড় গড়েছেন তিনি। তার নামের পাশে আছে ৭০টি সেঞ্চুরি। ধারণা করা হয় শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরিও ভেঙ্গে ফেলবেন তিনি। বর্তমানে কোহলি রয়েছেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। অপরদিকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে রয়েছেন দ্বিতীয়স্থানে। বেশ কয়েকদিন তিনিই প্রথমস্থানে ছিলেন। কিন্তু তাকে সরিয়ে দিয়ে এখন শীর্ষস্থানে রয়েছেন স্টিভ স্মিথ। তবে কোহলি যে মানের খেলোয়াড় টেস্টের শীর্ষস্থানটা দখলে নিতে তার হয়তো খুব বেশি বেগ পেতে হবে না।

তবে প্রশ্ন হলো কোহলির সঙ্গে তো অনেকেই খেলছেন যারা শীর্ষস্থানে আসতে পারছে না। ভারতীয় দলে ঢোকার পর কোহলিই এখন সর্বসেরা ও নাম্বার ওয়ান। তার ওপর কেউ যেতে পারছেন না। তার মধ্যে কী এমন আছে যে তিনি এতো এতো সাফল্য পাচ্ছেন? তার সেই সাফল্যের গোপন কথা জানিয়েছেন ভারতীয় দলের আরেক হার্ডহিটার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া।

হার্দিক নিজেই কোহলির সাফল্যের রহস্য জানার জন্য উদগ্রীব হয়ে ছিলেন। আর তাই তো কয়েকদিন আগে অধিনায়ককে সরাসরি জিজ্ঞেস করেছিলেন তার সাফল্যের পেছনের গল্প কি। সতীর্থের প্রশ্নে কোহলি জানিয়েছেনও তার রহস্যের কথা। আর হার্দিক পান্ডিয়া কোহলির গোপন কথা জানিয়েছেন সকলকে।

এ ব্যপারে পান্ডিয়া বলেন, ‘দুদিন আগে আমি কোহলির সঙ্গে কথা বলি। সেদিন তাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যেই প্রশ্ন আগে কখনো তাকে করিনি। আর প্রশ্নটি ছিল তোমার সাফল্যের পেছনের রহস্য কি? পান্ডিয়া জানান এমন প্রশ্নে কোহলি তাকে একটি মেসেজ পাঠায়। সেই মেসেজেই কোহলি পান্ডিয়াকে জানান তার ব্যাটিং রহস্যের কথা। কোহলির ম্যাসেজটি ছিল এরকম, ‘ তোমার ধারণা যখন পরিস্কার। তখন সবকিছু ভালো। সবসময় মাথায় রাখতে হবে আমার নাম্বার ওয়ান হতে হবে। এজন্য ধারাবাহিকতা থাকতে হবে। সেরা হওয়ার জন্য মনে ক্ষুধা থাকতে হবে। তবে কাউকে পেছন থেকে টেনে ধরে সেরা হওয়া যাবে না। নিজের যোগ্যতা দিয়ে বর্তমানে যে সেরা আছে তার চেয়ে সেরা হতে হবে।’

মানে কোহলির ভাষায় সেরা হতে হলে সেরা হওয়ার ক্ষুধা থাকতে হবে মনে। আর অবশ্যই কাউকে পেছন থেকে টেনে ধরে নয়। বরং নিজের যোগ্যতা দিয়ে, ধারাবাহিকতা দিয়ে সেরা হতে। আর সেরা হওয়ার ক্ষুদা থাকলে ধারাবাহিকতা থাকলে সেরা হওয়া যাবে।

এমআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়