×

সারাদেশ

জামালপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২০, ১১:৫৭ এএম

জামালপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত

সভাপতি লুৎফর সম্পাদক শওকত জামান/ফাইল ছবি।

দেশে প্রতিনিয়ত বাড়ছে সাংবাদিক নির্যাতন, হামলা, মামলা ও হত্যা । বিশেষ করে মফস্বলে সাংবাদিকতা বেশ ঝুঁকিপূর্ণ কারণ মফস্বলের প্রত্যেকটা সাংবাদিক পরিচিত। সবাই সবাইকে চেনে। কোথাও কোন সংবাদ হলে তাকে টার্গেট করা সহজ। তাই কোন সাংবাদিক নির্যাতনের হলে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি” সংগঠনটি সর্বদা পাশে দাঁড়াবে। তাই এটিএন বাংলার লুৎফর রহমানকে সভাপতি এবং বাংলাদেশ জার্নালের সৈয়দ শওকত জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৫ জুন) দুপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জামালপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণা করেন কমিটির সমন্ধয়ক আহমেদ আবু জাফর। এসময় তিনি ৭ দিনের মধ্যে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত করতে আদেশ দেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শওকত জামান বলেন, সারাদেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের সকলের উচিৎ এখনই স্বোচ্চার হয়ে নির্যাতিত ওই সাংবাদিকদের পাশে দাঁড়ানো। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক নির্যাতনের আতুড়ঘর খ্যাত জামালপুরের সাংবাদিকরা এই কমিটি গঠনের মধ্যদিয়ে আজ থেকে নির্যাতন প্রতিরোধের দিকে এগিয়ে যাবেন। সারাদেশের সাংবাদিকরা জামালপুরের পাশে থাকবে। এই কমিটি সারাদেশের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিএমএসএফ'র পাশে থেকে কাজ করবে। সম্প্রতি জামালপুরে সাহসী সাংবাদিক শেলু আকন্দকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে দুই পা গুড়িয়ে দেয় চিহ্নিত সন্ত্রাসিরা। জীবনের নিরাপত্তা চেয়ে একযোগে ৫৩ জন সাংবাদিক জিডি করেছিল, যা সারাদেশে আলোচিত।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিগুলো গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন, ছাটাই, মামলা-হামলার কারন অনুসন্ধান/ উদঘাটনেও ভূমিকা পালন করবে। এই কমিটি গঠনের মধ্যদিয়ে দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা কমে আসবে বলেও বিএমএসএফ'র পক্ষ থেকে আশা করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে দেশের সকল জেলা উপজেলায় দ্রুত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান। নির্যাতিত ও সাংবাদিকবান্ধব ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জন্য গুরুত্বারোপ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App