×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার নিরাপত্তা তথ্য চীনে যাওয়ার আতঙ্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২০, ০৭:২১ পিএম

অস্ট্রেলিয়ার নিরাপত্তা তথ্য চীনে যাওয়ার আতঙ্ক

শওকত মসলমানি

অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা তদন্তে কাজ করা দেশটির এক আইনজীবীর সঙ্গে চীনের গোপন সংযোগ থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে চীনে অস্ট্রেলিয়ার নিরাপত্তা তথ্য ফাঁসের আশঙ্কা করা হয়েছিল।

শুক্রবার (২৬ জুন) নিউ সাউথ ওয়েলসের রাজনীতিকরা শওকত মসলমানি নামের ওই আইনজীবীর অফিস ও বাসা ঘেরাও করে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার বলছে, এটা চলমান তদন্ত প্রক্রিয়া। এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শওকত মসলমানির ব্যাপারে দেশটির বিরোধীদলের পক্ষে বলা হয়, চীন সরকারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে নিয়েছি। এই তদন্ত চলমান রাখা জরুরি। তিনি আর আমাদের দলে থাকতে পারবেন না।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, শওকতের ব্যাপারে বিস্তারিত এখনও কিছু বলা সম্ভব নয়। সময় লাগবে। আমরা সবাই এর বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App