×

আন্তর্জাতিক

দ্বিতীয় ধাক্কায় কয়েক লাখ মানুষের মৃত্যু হবে, সতর্কতা

Icon

nakib

প্রকাশ: ২৬ জুন ২০২০, ০৮:৩৩ পিএম

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় কয়েখ লাখ লোকের মৃত্যু হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (২৬ জুন) সংস্থাটি জানায় তাদের ধারণার চেয়ে বিশ্বে করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। ইতালির একটি টেলিবিশনকে দেয়া সাক্ষাৎকারে সংস্থার সহকারী পরিচালক ডা. রেনিয়েরি বলেন, “স্পেনিশ ফ্লুর দ্বিতীয় আঘাতে প্রায় ৫ কোট মানুষের মৃত্যু হয়েছিল। আর করোনা ভাইরাস অনেকটা স্পেনিশ ফ্লু প্রকৃতির।” ফলে করোনার দ্বিতীয় আঘাত আসলেও অসংখ্য মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের বেশ  কয়েকটা দেশ লকডাউন তুলে নেয়ার পর সংস্থাটির পক্ষ থেকে এমন সতর্কতা জারি করা হলো। অন্যদিকে সীমান্ত খুলে দেয়ার পর এখন কোন কোন দেশ থেকে ইউরোপে মানুষ ভ্রমণ করতে পারবে তার একটি গাইডলাইন তৈরীর কাজ করছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App