×

আন্তর্জাতিক

করোনা ভুলে সৈকত-পার্ক-পার্টিতে মজেছে যারা

Icon

nakib

প্রকাশ: ২৬ জুন ২০২০, ১১:১৫ পিএম

করোনা ভুলে সৈকত-পার্ক-পার্টিতে মজেছে যারা

সমুদ্র সৈকতে মানুষের উপচেপড়া ভিড়

গ্রীষ্মের সময় সমুদ্র সৈকতে ভিড় করা, পার্টিতে ব্যস্ত থাকা কিংবা ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়া যুক্তরাজ্যের বহু বছরের কালচার। তবে করোনার এ সময়ে এ সকল কাজ দেশটিতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে সহায়তা করতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।  সেখানে মানুষের চলাচল দেখে বুঝার উপায় নেই যে দেশটিতে প্রতিনিয়ন ভাইরাসটিতে মানুষ মারা যাচ্ছে।

এরই মধ্যে দেশটিতে কোন ধরণের সামাজিক দূরত্ব ছাড়াই সমুদ্র সৈকতে হাজারো মানুষের উপচেপড়া ভিড় এবং লিভারপুরের জয় উতযাপন  করতে ব্যাপক সংখ্যক মানুষের জমায়েত প্রত্যক্ষ করেছে। সমুদ্র সৈকতে মানুষকে নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে নিরাপত্তাকর্মীদের। অন্যদিকে ব্যাপক এ্যলকোহলের বোতল সরাতে ব্যস্ত সময় কাটছে পরিচ্ছন্নতাকর্মীদের। তাছাড়া পানশালাতেও ব্যাপক ভিড় জমে যাচ্ছে।

[caption id="" align="aligncenter" width="780"] লিভারপুলের শিরোপা জয়ের উৎসব[/caption]

তবে শনাক্তের সংখ্যা আবারও বাড়লে সৈকত বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত মার্চ থেকেই লকডাউনে যাওয়ার পর এখন দেশটি থেকে চলাচলে বিধিনিষেধ তুরে নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ৬ জনের বেশি লোক একত্রিত না হওয়ার নির্দেশনা থাকার পরও  সংক্রমণ বাড়তে থাকায় আবরও স্থানীয় পর্যায়ে লকডাউন দেয়া হবে জানিয়েছে দেশটির সরকার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App