×

রাজধানী

হোম কোয়ারেন্টাইনে স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৮:৫৮ পিএম

হোম কোয়ারেন্টাইনে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনার থাবায় ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। ছাড় পাননি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, মন্ত্রীর একান্ত সচিব মো. ওয়াহেদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানসহ মন্ত্রীর দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

এখানেই শেষ নয়, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রীর মৃত্যু হয়েছে করোনায়। এ কারণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা-উপশাখার কর্মকর্তাদের অনেকেই হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে মন্ত্রণালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ঘরে বসেই দাপ্তরিক সব কাজ সারছেন তিনি। আটকে নেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনলাইনে ভার্চুয়ালি মিটিংসহ বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করছেন।

তিনি বলেন, দুই সচিব করোনার কারণে আইসোলেশোনে আছেন। আক্রান্ত বহু কর্মকর্তা। তাই বাধ্য হয়েই বাসায় অফিস করছি। হোম কোয়ারেন্টিনে থেকেই দেশের প্রতিটি জেলা, উপজেলা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আক্রান্ত হওয়ার আগে প্রতিদিনই সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতাল পরিচালক, সিভিল সার্জন, বিশেষজ্ঞ চিকিৎসক ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন বৈঠকে দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন যা এখনো চলমান আছে বলে উল্লেখ করেন জাহিদ মালেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App