×

সারাদেশ

হালদা থেকে সাত হাজার মিটার ঘেরা জাল জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৬:০২ পিএম

হালদা থেকে সাত হাজার মিটার ঘেরা জাল জব্দ

জব্দ করে উপজেলা প্রশাসন

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান পরিচালনা করে সাত হাজার মিটার ঘেরা ও ভাসা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর সাত্তারঘাট থেকে নাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন।

ইউএনও বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন রক্ষা ও মাছ শিকারিদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে। নদীর সাত্তার ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় সাত হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়। অভিযানকালে হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জব্দকৃত জালগুলো আগুনে ধ্বংস করা হবে। মা মাছ ও ডলফিন রক্ষা এবং মাছের মজুদ বৃদ্ধির জন্য এ অভিযান অব্যাহত থাকবে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App