×

সারাদেশ

ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৯:০৫ পিএম

ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জিও ব্যাগে বালুর পরিবর্তে কাঁদা মাটি, দোআঁশ মাটি দিয়ে ভরাট ও ঠিকাদারের নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ( ২৫ জুন ) সকাল ১০ টার দিকে এ মিছিল হয়। উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী বাজার তাহের মোড় হতে মিছিলটি বের হয়ে ব্রহ্মপুত্র নদের (পূর্বপাড়) দক্ষিণ বাগুয়ারচর গ্রামে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তারা বালু সরবরাহকারি ঠিকাদার আব্দুল মান্নানের অবিলম্বে অপসারণের দাবি তুলে ধরেন।

মিছিল শেষে পথ সভায় বক্তব্য দেন, নদী ভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, সাধারণ সম্পাদক আবু হানিফ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কামরুল ইসলাম বাদল, বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমূখ।

প্রসঙ্গত, ব্রহ্মপুত্র নদের বামতীর (পূর্বপাড়) স্থায়ী নদীর তীর সংরক্ষণের কাজ ৯টি প্যাকেজের কাজ চলছে। উক্ত কাজের বালু সরবরাহকারি ঠিকাদার আব্দুল মান্নান জিও ব্যাগে বালুর পরির্বতে কাঁদা, দোআঁশমাটি দিয়ে ভরাট করে। এ সময় এলাকাবাসী বাঁধা দিলে ঠিকাদারের লোকজনরে মধ্যে কথা কাটাকাটি হয়। পরে চাপের মুখে জিও ব্যাগ ভরাট কাজ বন্ধ করেন কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App