×

খেলা

ছেলেরা ‘গবেট’ না হয়ে যায় সন্দেহে ছিলেন জিদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০, ১০:৫৮ পিএম

ছেলেরা ‘গবেট’ না হয়ে যায় সন্দেহে ছিলেন জিদান

জিদানের চার ছেলে।

জিনেদিন জিদান ফরাসি কিংবদন্তি ফুটবলার। ফুটবল ক্যারিয়ারে যা যা অর্জন করা যায় তার প্রায় সবই তিনি পেয়েছেন। সঙ্গে হয়েছেন বিশাল অর্থ কড়ির মালিক। তার কোনো কিছুর অভাব ছিল না। তবুও অন্য সাধারণ বাবার মতো একটি সন্দেহ কাজ করত তার মনে। তার ছেলেরা যদি গবেট বা অশিক্ষিত থেকে যায়। জিনেজিন জিদানের রয়েছে ৪ ছেলে। তবে তার সেই সন্দেহ সঠিক হয়নি। তার ৪ ছেলেই হয়েছে শিক্ষিত। সঙ্গে বাবার মতোই সবাই হয়েছে ফুটবলার।

ফরাসি সাংবাদিক ফ্রেদেরিক হারমেল ২০০১ সাল থেকে জিনেদিন জিদানের সঙ্গে বেশ কাছাকাছি থেকে কাজ করেছেন। আর ফ্রেদেরিকই তার একটি বইয়ে জানিয়েছেন একজন সাধারণ বাবা জিদানের শঙ্কার কথাটি। ব্যালন ডি অরের অনুষ্ঠান শেষে জিদানের সঙ্গে একই প্লেনে বসে আসছিলেন ফ্রেদেরিক। আর সেই প্লেনেই নিজের শঙ্কার কথাটি বলেছিলের জিদান।

এ ব্যাপারে ফ্রেদেরিকের ভাষ্য, ‘আমরা সাধারণ জীবন সম্পর্কে কথা বলছিলেন। আর সেখানেই জিদান বলে উঠেন আমার একটাই শঙ্কা। আমার ছেলেরা আবার গবেট হয়ে থেকে যায় কিনা কে জানে। আমি একজন সাধারণ বাবার চিন্তার ব্যাপারটি আশ্চর্যভাবে ওইদিন দেখেছিলাম জিদানের মধ্যে। যে বাবা তার সন্তানদের নিয়ে চিন্তা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App