×

সাময়িকী

অশ্রুলোচনের সমুদ্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৫:৪৫ পিএম

এমনই মৃত্যু- কান্নাও নিঃসঙ্গ হয়ে পড়ছে! এমনই মৃত্যু- স্নেহ ও নিঃসঙ্গ হয়ে পড়ছে! এমনই মৃত্যু- ভালোবাসাও নিঃসঙ্গ হয়ে পড়ছে! অশ্রুলোচনের সমুদ্রে ডুবে যাচ্ছে একেকটি জনপদ! মানুষের কীর্তি ও অহং থাকছে না! জলস্তর বেড়ে জলোচ্ছ্বাস- পরিমণ্ডল হারিয়ে যাচ্ছে পরিপার্শ্ব হারিয়ে যাচ্ছে! নদীকান্ত আন্তঃনদী নিয়ে ডুবে যাচ্ছে! জলারণ্যে অরণ্য হারিয়ে যাচ্ছে! এর মধ্যে কান্নার শব্দ শোনা যাচ্ছে না- কিন্তু অনুভব করা যাচ্ছে, সে কান্না কতটা ভারী, মর্মভেদী! বুকচাপা কান্না আছে অশ্রুপাত নেই! কাতরকণ্ঠ, শোকধ্বনি, বিলাপধ্বনি- সমস্ত কিছুই আজ পাথরের প্রাণ! অনুবেদনার অণু নিয়ে- ভেতরে ভেতরে শোকপ্রবাহ হিমবাহ তৈরি করছে! কখন তা থামবে? কখন তা থামবে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App