×

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩৭, শনাক্ত ৩,৪৬২

Icon

nakib

প্রকাশ: ২৪ জুন ২০২০, ০২:৪৬ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৬২ জন। নমুনা সংগ্রহ করা হয়েছিল১৭ হাজার ২৪৫ টি। দেশের ৬৬ টি ল্যাবে মোট ১৬ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮২ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। নতুন করে ২ হাজার ৩১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪৯  হাজার ৬৬৬ জন। দেশে মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৪৪৪ টি নমুনা। বুধবার (২৪ জুন) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদেরব মধ্যে ২৮ জন পুরুষ এবং নারী রয়েছেন ৯ জন।শনাক্ত বিবেচনায় গতকালের মৃত্যুহার ১.২৯ শতাংশ বলে জানানো হয়। তাছাড়া দেশ আক্রান্তের হার ২১.০৭শতাংশ এবং সুস্থতার হার ৪০.৪৯ শতাংশ। এদিকে যথা সময়ে শিশুদের টিকা গ্রহণ করতে দেশবাসির প্রতি আহ্বান জানানো হয় ব্রিফিং থেকে। যথাযত স্বাস্থ্য সুরক্ষা মেনে সারা দেশে টিকা কার্যক্রম চলবে বলেও জানানো হয়। তাছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন ৭৪৯ জন এবং আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৫১৮ জন। দেশে প্রবেশের সময় গত একদিনে ক্রিনিং করা হয়েছে ১ হাজার ১৩৪ জনকে। উল্লেখ্য, গতকাল মৃত্যু হয়েছিল ৪৩ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪১২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App