×

রাজনীতি

সুমাইয়া হত্যাকারীদের শাস্তি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ০৩:৩৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং সারা দেশে নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। বুধবার (২৪ জুন) মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, গত ২২ জুন নাটোরের হরিশপুরে পড়াশোনা না ছাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া বেগমকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। করোনা দুর্যোগেও একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, অপরাধীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তি না হওয়ায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। নেতৃবৃন্দ অতিদ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যাকারীসহ নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App