×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ আরও বাড়বে, সতর্কতা

Icon

nakib

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ আরও বাড়বে, সতর্কতা

অ্যান্থনি ফাউসি

যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যে সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতি ব্যাপকভাবে বাড়বে বলে সতর্ক করছে দেশটির সর্বোচ্চ সংক্রমণ প্রতিরোধের প্রধান। স্বাস্থ্য কর্তাদের এক প্যানেল আলোচনায় ডাক্তার এ্যান্হোনি ফাউসি বলেন সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতি খুব প্রকট আকার ধারণ করতে পারে। কিছু রাজ্যে সংক্রমন ব্যাপকভাবে বাড়ছে।

আলোচনায় ৪ জন প্রধান বিশেষজ্ঞ জানান তারা কখনো প্রেসিডেন্টকে নমুনা পরীক্ষার পরামর্শ দেয়নি। তাছাড়া পরীক্ষা আরো বাড়ানো হবে বলেও জানান দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান কর্তা ডাক্তার ফাউসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে নমুনা পরীক্ষা কমানোর কথা বলার পর এমন বক্তব্য আসলো। সামনের গ্রীষ্ম থেকে মাসে ৪ থেকে ৫ কোটি টেস্ট করা সম্ভাব হবে বলেও জানানো হয় অলোচনায়।

গত কিছুদিন আগে একদিনে প্রায় ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে জানিয়ে এটাকে উদ্বেগজনক বলছেন ডা.ফাউসি। দেশটিতে এখন পর্যন্ত ২৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজারের বেশি মানুষের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App