×

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তি: ভারত-পকিস্তানে কূটনীতিক প্রত্যাহার

Icon

nakib

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১২:৫৫ পিএম

গুপ্তচরবৃত্তি: ভারত-পকিস্তানে কূটনীতিক প্রত্যাহার
গুপ্তচরবৃত্তি: ভারত-পকিস্তানে কূটনীতিক প্রত্যাহার
গুপ্তচরবৃত্তি: ভারত-পকিস্তানে কূটনীতিক প্রত্যাহার

ভারতের পাকিস্তানী দূতাবাস

গুপ্তচরবৃত্তি: ভারত-পকিস্তানে কূটনীতিক প্রত্যাহার

ভারত-পাকিস্তান

চীনের সঙ্গে চলমান সীমান্ত বিরোধের মধ্যেই ভারত দেশটি থেকে পাকিস্তানি কূটনৈতিকদের প্রত্যাহার করতে যাচ্ছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের প্রায় অর্ধেক কর্মকর্তাকে বহিষ্কার করা হবে বলে জানায় ভারত। পাকিস্তানও একই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

পরমাণু শক্তিধর দুটি রাষ্টের কূটনৈতকদের মাঝে প্রায়ই তথ্য প্রাচারের অভিযোগে কর্মকর্তাদের বহিষ্কার একটি নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে। এক দেশ কোন পদক্ষে নিলে অপর দেশের পক্ষ থেকেও একই ধরণের ব্যবস্থা নেয়া হয়। দেশ দুটোর মধ্যে কোন স্থায়ী রাষ্ট্রদূত নেই। গত কয়েক মাস যাবত উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে কূটনৈতিকদের গ্রেপ্তার ও হেনস্থার অভিযোগ করেছে।

[caption id="attachment_227639" align="aligncenter" width="700"] ভারতের পাকিস্তানী দূতাবাস[/caption]

সম্প্রতি ভারতের দুজন কূটনৈতক কর্মকর্তাকে পাকিস্থানের রাজধানী ইসলামাবাদ থেকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করে ভারত। তবে পাকিস্তান তা অস্বীকার করে। ভিকটিম সেই দুকর্মকর্তাকে পাকিস্তান ভারতে ফিরিয়ে দেয়। তবে তাদেরকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে ভারত। এরপরেই ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ৫০% কূটনৈতিক কর্মকর্তাকে দেশে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত জানায়। তাছাড়া পাকিস্তানে তাদের নিজের কর্মকর্তার সংখ্যাও কমানো হবে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App