×

জাতীয়

করোনা রোগীকে প্লাজমা দিলেন কাউন্সিলর খোরশেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১০:৩০ এএম

করোনা রোগীকে প্লাজমা দিলেন কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ

করোনা কালে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে আলোচিত নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবার এক করোনা রোগীকে নিজের প্লাজমা দান করেছেন। গতকাল মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শাহীন আহমেদ নামে এক করোনা রোগীর জন্য প্লাজমা দান করেন তিনি। কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মানুষের প্রয়োজনে আমরা সব সময় প্রস্তুত আছি। এটি আমাদের টিমের ৩০ তম প্লাজমা ডোনেশন। আজ ‘বি’ পজিটিভ প্লাজমা প্রয়োজন ছিল। আমাদের প্লাজমা ডোনেশন টিম প্লাজমা দিতে গেলে পরপর দুজন ডোনারের অ্যান্টিবডি পরীক্ষায় রিজেক্ট হয়। পরে মানবিক কারণে আল্লাহর রহমতে আমি নিজেই হাসপাতালে গিয়ে ২০০ এমএল প্লাজমা ডোনেশন করি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দ্রুত আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। করোনায় আক্রান্ত, উপসর্গ আছে ও স্বাভাবিক মৃত্যুর মরদেহ দাফন ও শেষকৃত্যের কাজ করে আলোচনায় আসে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। যার মধ্যে বেশ কয়েকজনের শেষকৃত্যের জন্য পরিবার, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী কেউ এগিয়ে আসেনি। তার গঠন করা ‘টিম খোরশেদ’ এখন পর্যন্ত ৮৭টি মরদেহ দাফন ও সৎকার করেছে। করোনাকালে মানবসেবা দিতে গিয়ে গত ৩০ মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। দীর্ঘ ১৫ দিন পর করোনামুক্ত হন করোনাযোদ্ধা কাউন্সিলর খোরশেদ। করোনামুক্ত হয়েই নিজেকে মানবসেবায় নিয়োজিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App