×

আন্তর্জাতিক

ওপাড় বাংলায় ৩১ জুলাই পর্যন্ত বাড়ছে লকডাউন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ০৯:১৫ পিএম

করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করছে রাজ্য সরকার। বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ওই সময় স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা নিয়ে পরে সিদ্ধান্ত হবে। নবান্ন সূত্রে খবর, ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে চলবে না লোকাল ট্রেন এবং মেট্রো। খুব শীঘ্রই লকডাউনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হবে। তিনি জানান, লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিভিন্ন মতামত জানানো হয়েছে। আরও ছাড়-সহ রাজ‍্যে লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ ক্ষেত্রে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর প্রস্তাব সরকার বিবেচনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App