×

সারাদেশ

মাদকের বিরুদ্ধে কথা বলে ইয়াবা ব্যবসায়ীর হাতে খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ০১:১৮ পিএম

মাদকের বিরুদ্ধে কথা বলে ইয়াবা ব্যবসায়ীর হাতে খুন

মোসাদ্দেকুর রহমান

মাত্র ১ মাস ২২ দিন আগে এলাকার কিছু যুবকদের নিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন করার কাজ শুরু করেছিলেন মোসাদ্দেকুর রহমান (৩৬)। এতে সাড়াও পেয়েছিলেন। গ্রামের জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীলদের নিয়ে মাদক নির্মূলে একাধিকবার বৈঠকও করেছিলেন মাদক কারবারীদের প্রতিহত করতে। চেয়েছিলেন মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে। বেশিদূর এগোতে পারেনি তাঁর ইয়াবা নির্মূল উদ্যোগ। সোমবার (২২ জুন ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বারদোনা আদর্শপাড়া এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মো. সোহেলের ছুরিকাঘাতে নিহত হলেন যুবলীগ কর্মী মোসাদ্দেকুর রহমান। সে ওই এলাকার হাজী মাহবুবুর রহমানের ছেলে ও চট্টগ্রাম শহরের রেয়াজউদ্দিন বাজারের মক্কা হোটেলের মালিক ছিলেন। এছাড়া বারদোনা মাদক নির্মূল প্রতিরোধ কমিটির আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শপাড়ার দক্ষিণ পশ্চিমে মোবারক আলীর বাড়ির পাশে সোমবার আসরের নামাজের পরে মোসাদ্দেক ও তাঁর ছোট ভাই ফয়সালসহ মাদক নির্মূল কমিটির আরও কয়েক জন মিলে মাদক ব্যবসায়ী সোহেলের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। তাদের দুপক্ষের মধ্যে বাকবিত-া হলে একপর্যায়ে সোহেল অতর্কিতভাবে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত পালিয়ে যায়। ছুরিকাঘাতে মোসাদ্দেক ও ফয়সাল গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে পদুয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে নেওয়া পথে মোসাদ্দেক মারা যায়। আদর্শপাড়ার বাসিন্দা এডভোকেট রাশেদুল ইসলাম বলেন, মোসাদ্দেক মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মাদক নির্মূলে কিছু ইয়াং ছেলেদের নিয়ে সাম্প্রতিক সময়ে একটি কমিটিও করেছে মোসাদ্দেক। এলাকার গন্যমাণ্য ব্যক্তিদের নিয়ে একাধিক বার বৈঠকও করেছে। মাদক কারবারীদের বিরুদ্ধে কথা বলেছিলেন বৈঠকে। ইয়াবা ডন সোহেলের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রকাশ্যে লোকজনের সামনে ছুরিকাঘাত করে মোসাদ্দেককে হত্যা করেছে ইয়াবা ব্যবসায়ী সোহেল। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, সোমবার বিকালে বারদোনা আদর্শপাড়া এলাকায় ছুরিকাঘাতে মোসাদ্দেক নামের এক যুবক মারা গেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার সাথে জড়ি আসামি সোহেলকে ধরার জন্য অভিযান চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App