×

রাজধানী

চাঁদার ৫০ লাখ টাকা নিতে এসে আটক দুই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ০৯:১১ পিএম

পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদার এরশাদ গ্রুপের কার্যালয়ে ৫০ লাখ টাকা চাঁদা নিতে আসার অভিযোগে অস্ত্রসহ দুই জনকে কলাবাগান থানা হেফাজতে রেখেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর নাসির ট্রেড সেন্টারের এরশাদ গ্রুপের অফিস থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- মাকসুদ বাবুল মোল্লা (৪৫) ও আবু তালেব লালু (৩১)। আটককৃতদের বিরুদ্ধে এরশাদ গ্রুপের করা অভিযোগ সত্য কিনা তা জাচাই করা হচ্ছে।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, ‘এরশাদ গ্রুপের চেয়ারম্যানের করা অভিযোগের ভিত্তিতে দুইজনকে অনুসন্ধানের জন্য থানায় আনা হয়েছে। তাদের কাছে থাকা অস্ত্রের লাইসেন্স রয়েছে। আটককৃতরা তাদের পূর্ব পরিচিত বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী বলেন, আমরা পদ্মাসেতুতে দীর্ঘদিন ধরে পাথর দিয়ে আসছি। বর্তমানে পদ্মাসেতুর রেল প্রকল্পের কাজ পেয়েছি। এই রেলের জন্য আমরা দুবায় থেকে আমদানীকৃত পাথর এনেছি। গত ২ জুন কুতুবদিয়াতে বড় জাহাজে পাথর আনা হয়। সেখান থেকে ছোট লাইটার জাহাজে প্রকল্প এলাকাতে পাথার নেওয়া হচ্ছে। তবে ২১ টি লাইটার জাহাজ প্রকল্প এলাকা শরিয়তপুর জাজিরা পয়েন্টে নদীর উপর প্রায় ২১ দিন যাবৎ ভাসমান অবস্থায় আছে। এই পাথর আমাদেরকে নামাতে দিচ্ছে না। এর পেছনে ওই প্রকল্পের একজন ইঞ্জিনিয়ার রয়েছে। পাথর নামাতে গেলে সে কিছু লোকজন পাঠিয়ে বাধা দিচ্ছে, তারা বলছে নামাতে হলে ৫০ লক্ষ টাকা দিতে হবে। এ ঘটনায় ৯ জুন থানায় জিডিও করেছি। এর পরও ফোনে চাঁদা দাবি করায় আমি বলি অফিসে আসেন টাকা দিয়ে দেব।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে শর্টগানসহ ৮ থেকে ১০জন লোক ৮৯ বীর উত্তম সোনারগা রোডের নাসির সেন্টারের তৃতীয় তলায় আমাদের অফিসে আসে। এসময় আমি অফিসে ছিলাম না। তারা অফিসে এসে আমাকে না পেয়ে অস্ত্র বের করে সবাইকে ভয় দেখায়। আমার একজন অফিসার কলাবাগান থানায় খবর দেয়। পুলিশ এসে অস্ত্র সহ হাতে নাতে মাকসুদ ও তালেব নামের দুইজনকে আকট করে। অন্যরা পালিয়ে যায়। মাকসুদ ৬ থেকে ৭ মাস আগেও চাঁদা দাবি করে। তখন তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App