×

রাজধানী

১৩ স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০, ০৫:২১ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তে আরো ১৩টি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। মঙ্গলবার (২৩ জুন) থেকে এ কার্যক্রম শুরু হবে। এর আগেও কর্পোরেশনের পক্ষ থেকে ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

ডিএনসিসি এলাকায় এ নিয়ে মোট ৪০টি স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসকল নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এসকল কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সাথে-সাথে জানা যাবে। তবে ডেঙ্গু পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।

স্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে:

অঞ্চল ২ (মিরপুর): সূর্যের হাসি ক্লিনিক, বাড়ি নং ১, রোড ৯, ব্লক-ডি, সেকশন-১২, মিরপুর। রাড্ডা এমসিএইচএফপি সেন্টার, সেকশন-১০, মিরপুর। সূর্যের হাসি ক্লিনিক, রোড ১, ব্লক-এ, সেকশন-১৩ (হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ সংলগ্ন), মিরপুর।

অঞ্চল ৩ (মহাখালী): সূর্যের হাসি ক্লিনিক, হোল্ডিং নং গ-১০৭৬, ঈদগাহ জামে মসজিদ রোড, শাহজাদপুর। সূর্যেংর হাসি নেটওয়ার্ক, হাউস নং ৪৫, রোড নং ২, ব্লক-এ, আফতাবনগর। সূর্যের হাসি ক্লিনিক, ৪৬৬/১ শাহিনবাগ, (পশ্চিম নাখাল পাড়া)।

অঞ্চল ৪ (মিরপুর-১০): গোলারটেক, দারুস সালাম থানা মাঠ, মিরপুর-১। ২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১। ২৭৭/১, মধ্য পীরেরবাগ, মিরপুর। ৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া।

অঞ্চল ৫ (কারওয়ান বাজার): ১৩৬, তেজকুনিপাড়া, ফার্মগেইট, তেজগাঁও। ৫২/এ, পশ্চিম রাজাবাজার, শেরে বাংলানগর। বাড়ি নং ৩২৪, রোড নং ৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App