×

রাজধানী

করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০, ০৭:১৩ পিএম

করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

শেখ ফরিদ উদ্দিন সোয়াদ।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেখ ফরিদ উদ্দিন সোয়াদ (৩৪) নামের বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনায় মারা যাওয়া বাংলাদেশ ব্যাংকের তিনিই প্রথম কোনো কর্মকর্তা। শেখ ফরিদ ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে যুগ্ম পরিচালক পদে কর্মরত ছিলেন। স্ত্রী ও ৪ বছরের এক ছেলে রেখে গেছেন তিনি। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ফরিদ উদ্দিন মারা গেছেন। এখনও তার ডেথ সার্টিফিকেট আমাদের কাছে আসেনি। তবে যেহেতু হলিফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তাহলে এটা নিশ্চিত যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।

জানা যায়, গত ১২ জুন ফরিদ উদ্দিনের করোনাভাইরাস উপসর্গ দেখা দেয়। প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App