×

রাজধানী

স্যানিটাইজার দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আগেই সতর্ক হোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২০, ১১:২৩ পিএম

স্যানিটাইজার দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আগেই সতর্ক হোন

অভিযান পরিচালনার সয়ম নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানাজ হোসেন ফারিবা। ছবি: ভোরের কাগজ।

নকল স্যানিটাইজার চিনুন। নামহীন ও মানহীণ ভুয়া হ্যান্ড স্যানিটাইজার দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আগেই সতর্ক হোন। এমন করেই সাধারণ ক্রেতাদের সাবধান হওয়ার অনুরোধ জানাচ্ছিলেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানাজ হোসেন ফারিবা।

রবিবার (২১ জুন) রাজধানীর মগবাজারে ভাম্যমাণ আদালত পরিচালনার সময় এমন দৃশ্যের অবতারণা হয়। সে সময় ভূয়া ও মানহীন স্যানিটাইজার বিক্রির অভিযোগে কয়েকটি ভাসমান দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরেই অভিযান চালিয়ে ওষুধের দোকান ও ফুটপাতে বসা হকারদের করোনা সুরক্ষা সামগ্রী বিক্রির নামে মানহীণ-ভেজাল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছে পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় জরিমাণা ও শাস্তির পরেও এদের দৌরাত্ম্য কমছে না।

সুরাকা, টি হ্যান্ড ও স্যানসেটিভ নামে মানহীন অনুমোদিত স্যানিটাইজার বিক্রি হচ্ছে। এর ফলে ৬টি মামলায় ২০ টাকা জরিমাণা করাসহ স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়।

এসব অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সচেতন হওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App