×

রাজনীতি

সরকার বিএনপির মানবিক কাজ মেনে নিতে পারছে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২০, ০৮:১৫ পিএম

সরকার বিএনপির মানবিক কাজকে কোনো ভাবেই মেনে নিতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২১ জুন) দলটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে দেশে যখন গরীব ও ছিন্নমুল মানুষ দুমুঠো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখায় সেই মানবিক কাজটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সরকার। তাই দলীয় লোকজনদেরকে দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করেছে।

ফখরুল বলেন, ক্ষমতাসীন দল কর্তৃক এধরণের পৈশাচিক হামলা ও রক্তাক্ত সন্ত্রাসী ঘটনার কারণেই করোনা মহামারীর এই সংকটময় সময়ে দেশ আরো গভীর নৈরাজ্যের মধ্যে নিপতিত হয়েছে। এই করোনা মহামারীর মধ্যে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সরকারী দলের সন্ত্রাসীদের হামলা অশুভ ইঙ্গিতেরই ইশারা। এ সময় সাতক্ষীরার শ্যামনগরে ত্রাণ সামগ্রী বিতরণের সময় আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া হামলা, গাড়ী ভাংচুর ও নেতা-কর্মীদের আহত করার ঘটনার নিন্দা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App