×

খেলা

করোনায় মারা গেলেন ইরাকের ফুটবল কিংবদন্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২০, ০৮:৩৭ পিএম

করোনায় মারা গেলেন ইরাকের ফুটবল কিংবদন্তি

আহমেদ রাধি।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইরাকের কিংবদন্তি ফুটবলার আহমেদ রাধি (৫৬)। রবিবার (২১ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৮৬ সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোল করে জাতীয় বীর বনে গিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত বিশ্বকাপে ইরাকের একমাত্র গোল সেটিই।

জানা যায়, করোনা পরিক্ষায় পজিটিভ ধরা পড়ায় গত সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার হাসপাতাল ছাড়েন তিনি। তবে এর কয়েকঘণ্টা পর ফের অসুস্থ হওয়ায় আবারো হাসপাতালে ভর্তি করা হয় রাধিকে।

রাধির নেতৃত্বে ইরাক ১৯৮৪ ও ১৯৮৮ সালে জয় লাভ করেছিল গালফ ফুটবলের শিরোপা। এ সময় তিনি এশিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও লাভ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App