×

বিনোদন

করোনায় আক্রান্ত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২০, ১০:৪৭ পিএম

করোনায় আক্রান্ত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

রেজওয়ানা চৌধুরী বন্যা।

করোনায় আক্রান্ত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

রেজওয়ানা চৌধুরী বন্যা

রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১২ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (২১ জুন) রাতে বিষয়টি তিনি গণমাধ্যমকে জানিয়ে বলেন, নমুনা পরীক্ষায় পজেটিভ আসার পর থেকেই বাসায় অবস্থান করছি। বর্তমানে আমি সুস্থ আছি। মঙ্গলবার (২৩ জুন) দ্বিতীয়বারের মত নমুনা পরীক্ষার করা হবে।

গুণী এই শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন। রেজওয়ানা চৌধুরী রবীন্দ্রসংগীতের জন্যই সর্বত্র পরিচিত। এছাড়া রবীন্দ্রসংগীত নিয়ে তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App