করোনাকে জয় করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আগের সংবাদ

সুশান্তের আত্মহত্যায় ফাঁসলেন প্রেমিকা রিয়া

পরের সংবাদ

করোনায় আক্রান্ত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রকাশিত: জুন ২১, ২০২০ , ১০:৪৭ অপরাহ্ণ আপডেট: জুন ২২, ২০২০ , ১২:৩৮ পূর্বাহ্ণ

রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১২ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (২১ জুন) রাতে বিষয়টি তিনি গণমাধ্যমকে জানিয়ে বলেন, নমুনা পরীক্ষায় পজেটিভ আসার পর থেকেই বাসায় অবস্থান করছি। বর্তমানে আমি সুস্থ আছি। মঙ্গলবার (২৩ জুন) দ্বিতীয়বারের মত নমুনা পরীক্ষার করা হবে।

গুণী এই শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন। রেজওয়ানা চৌধুরী রবীন্দ্রসংগীতের জন্যই সর্বত্র পরিচিত। এছাড়া রবীন্দ্রসংগীত নিয়ে তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়