×

ফুটবল

মেসির শূন্য পায়ে বার্সার হোঁচট, অপেক্ষায় রিয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২০, ১২:২৫ পিএম

মেসির শূন্য পায়ে বার্সার হোঁচট, অপেক্ষায় রিয়াল

গোল পাননি মেসি/ফাইল ছবি

সেভিয়ার মাঠে খেলতে গিয়ে জয় নিয়ে ফিরতে পারেনি বার্সেলোনা। বিবর্ণ ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচ ড্র করেছে ০-০ ব্যবধানে। তাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন বার্সা কোচ কিকে সেতিয়েন যে, ম্যাচ হেরেই যায়নি তার দল। করোনারভাইরাসের মধ্যে ঘরে বসে অলস সময়ে মেসি-ভক্তরা আশায় ছিলেন হয়তো র‌্যামোন সানচেজ পিজুয়ানেই ৭০০ তম ক্যারিয়ার গোল হয়ে যাবে তার। কিন্তু হলো না। মেসি কোনও গোল পেলেন না। বার্সেলোনা সেভিয়ার পোস্টে বলই ঠেলতে পারল না। গোল করতে পারেনি সেভিয়াও। ম্যাচটি তাই গোলশূন্য ড্র। শুক্রবারের এ রাতে গোল না করতে পেরে দুই পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়নরা কার্যত প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সমানে এসে দাঁড়িয়েছে। ৩০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৫, ২৯ ম্যাচে রিয়াল মাদ্রিদের ৬২। নিজেদের হাতে শিরোপা-ভাগ্য গড়ার সুযোগটি হারিয়েছে কাতালানরা। রবিবার রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে যদি ৩ গোলের বেশি ব্যবধানে জয় পায় রিয়াল, তাহলে তারাই উঠে যাবে এক নম্বরে। আন্দালুসিয়ার গরমের মধ্যে (২৯ ডিগ্রি সেলসিয়াস) ম্যাচটি উত্তাপ ছড়িয়েছে শুরু থেকেই। বিরতির আগে তো চরমা উত্তেজনা। মেসি ধাক্কা দিতে দিতে ডিয়েগো কার্লোসকে মাটিতেই ফেলে দিচ্ছিলেন! প্রথমার্ধের ৩০ মিনিট বার্সেলোনা খেলেছে বার্সেলোনার মতো। কিন্তু পানি পানের বিরতি দিয়ে খেলা শুরু হওয়ার পর থেকেই খেলাটা ধরে নিয়েছে সেভিয়া। একেবারেই জায়গা দিতে চায়নি তারা বিখ্যাত প্রতিপক্ষকে। মাঝমাঠটাও নিয়ন্ত্রণে রেখেছে। রক্ষণে তো ছিল দুর্ভেদ্য। মেসিকে হুল ফোটানোর সুযোগ দেয়নি। আর মেসিও যেন এ ম্যাচে কেমন নিষ্প্রভ ছিলেন। সেভিয়ার অ্যাটাকিং থার্ডে গিয়ে শেষ পাসটা দিতে পারেননি। আসলে অ্যাটাকিং থার্ডে অনেকবার বল নিয়ে গিয়েও মেসি-সুয়ারেজ-ব্রাথওয়েট সমন্বিত আক্রমণভাগই নিখুঁত থাকতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App