×

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩৭, শনাক্ত ৩,২৪০

Icon

nakib

প্রকাশ: ২০ জুন ২০২০, ০২:৪৪ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২৪০ জন। নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৭৭৯ টি। দেশের ৬১ টি ল্যাবে মোট ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৫ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। নতুন করে ১ হাজার ৪৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪০  হাজার ৯৯৩ জন। দেশে মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ টি নমুনা। শনিবার (২০ জুন) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের বয়স ও লিঙ্গ সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি। দেশে এখন মৃত্যুহার ১.৩১ শতাংশ বলে জানানো হয়। তাছাড়া দেশ আক্রান্তের হার ২৩.০৯ শতাংশ এবং সুস্থতার হার ৪০.৪৪  শতাংশ। তাছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন ৬২৮ জন এবং আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৮৭জন। দেশে প্রবেশের সময় গত একদিনে ক্রিনিং করা হয়েছে ৭৫৯ জনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App