×

সারাদেশ

শেরপুরে বারদুয়ারী হাট মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০১:০১ পিএম

শেরপুরে বারদুয়ারী হাট মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী বারদুয়ারী হাটে নেই সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। ফলে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি দিন দিন বাড়ছে। শেরপুর পৌর শহরের বারদুয়ারী হাট সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বসে। প্রতি বৃহস্পতিবার বসে পশুর হাট। গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে হাটে গিয়ে দেখা গেছে অসংখ্য ক্রেতাবিক্রেতার ভীড়। যাদের অধিকাংশের মুখে নেই মাস্ক। আর গায়ের সঙ্গে গা লেগে চলছে পশুর দরকষাকষি। অথচ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপই লক্ষ্য করা যায়নি। হাটে নেই ক্রেতা বিক্রেতাদের তাপমাত্রা পরিমাপক যন্ত্র, সাবান দিয়ে হাত ধোয়া কিংবা জীবাণুমক্ত করণের কোন ব্যবস্থাই। হাটটি প্রথম শ্রেণির শেরপুর পৌরসভার অর্ন্তভুক্ত হলেও এ বছর হাটটি ইজারা হয়নি। ফলে খাস আদায় করছে সংশ্লিষ্ট প্রশাসন। কিন্তু তাদের উদাসীনতার কারণে এবং ক্রেতা বিক্রেতাদের সচেতনতার অভাবে হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ফলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। হাটে আসা রানা মিয়া, ফজলুল হক জানান, পশুর হাটে অসংখ্য মানুষের ভীড়। এভাবে থাকলে জীবনের ঝুঁকি নিয়ে কেনাকাটা সম্ভব নয়। তাই ফিরে যাচ্ছি। এ ব্যাপারে শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলম রানা জানান, এ বছর হাটটি ইজারা না হওয়ায় উন্মুক্ত ডাকের মাধ্যমে খাস আদায় করা হচ্ছে। এর পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার জন্য বলা হয়েছে। আগামীতে যাতে হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App