×

আন্তর্জাতিক

লকডাউনেই রিলায়্যান্সের ঋণ শোধের চমক মুকেশের

Icon

nakib

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৬:৪৬ পিএম

লকডাউনেই রিলায়্যান্সের ঋণ শোধের চমক মুকেশের

মুকেশ আম্বানী

লকডাউনে ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। তবে এর মধ্যেই ঋণমুক্ত হলেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী। বাজারে আর কোনও ঋণই থাকল না এ শিল্পপতির সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের। এপ্রিলে গোটা বিশ্ব যখন পুরোপুরি থমকে গিয়েছিল লকডাউনে মুকেশের সংস্থার ঋণ-মুক্তি ঘটল ঠিক সে সময়েই। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের তরফে শুক্রবার এই খবর দিয়ে জানানো হয়েছে, শেয়ার ও রাইটস ইস্যু বেচে মোট ২ হাজার ৩০০ কোটি ডলার ঘরে আসায় রিলায়্যান্সের ঋণ-মুক্তি ঘট‌েছে। তাতে আগামী বছরের মার্চ পর্যন্ত সংস্থার ঘাড়ে আর ঋণের বোঝা চাপবে না। লকডাউনের সময় কী ভাবে ঋণ-মুক্তি ঘটল সংস্থার, এ দিন রিলায়্যান্সের তরফে তা সবিস্তারে জানানো হয়েছে। বলা হয়েছে, ফেসবুক-সহ ৬টি নামজাদা বিদেশি সংস্থার কাছে শেয়ার বেচে রিলায়্যান্স পেয়েছে ১.১৬ লক্ষ কোটি টাকা (বা, ১৫.২ বিলিয়ান ডলার)। আর রিলায়্যান্সের ডিজিটাল প্ল্যাটফর্ম জিয়োর সুবাদে এসেছে আরও ৫৩ হাজার ১২০ কোটি টাকা। জিয়ো ওই পরিমাণ অর্থ পেয়েছে তার বর্তমান শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার বেচে এবং ‘বিপি পিএলসি’ নামে একটি সংস্থার কাছে শেয়ার বেচে। এরআগে মুকেশ গত আগস্টে রিলায়্যান্সের শেয়ারহোল্ডারদের অনুরোধ জানিয়েছিলেন, ১৮ মাসের মধ্যে তাঁর সংস্থাকে ঋণ-মুক্ত করতে তাঁরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কিন্তু ৮ মাসের মধ্যেই সেই লক্ষ্য-পূরণ হয়েছে মুকেশের রিলায়্যান্সের। কোম্পানীটিকে পুরোপুরি ঋণ-মুক্ত করার জন্য বছরের গোড়ার দিকে অবশ্য অন্য পরিকল্পনা ছিল মুকেশের। চেয়েছিলেন, তাঁর তেলের ব্যবসার ১৫০০ কোটি ডলার মূল্যের শেয়ার সৌদি আরবের তেল সংস্থাকে বিক্রি করে দিতে। কিন্তু করোনা সংক্রমণ ও তা ঠেকাতে লকডাউন শুরু হওয়ায় তাঁর পরিকল্পনা বদলে ফেলেন মুকেশ। বাজি ধরেন রিলায়্যান্সের ডিজিটাল প্ল্যাটফর্ম জিয়োর উপর। আর তাতেই জিয়োর শেয়ার কিনতে হুড়োহুড়ি পড়ে নামকরা বিদেশি সংস্থাগুলির মধ্যে। এগিয়ে আসে ফেসবুকের মতো সংস্থাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App