×

অপরাধ

ভেজাল করোনা সুরক্ষাসামগ্রী বিক্রির দায়ে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৮:৫৫ পিএম

ভেজাল করোনা সুরক্ষাসামগ্রী বিক্রির দায়ে জরিমানা

জরিমানা

কোভিড-১৯ পরিস্থিতিকে কাজে লাগিয়ে সক্রিয় রয়েছে এক শ্রেণির অসাধু চক্র। এমন অবস্থায় তারা ভেজাল করোনা সুরক্ষা সামগ্রী বিক্রি করতে দ্বিধা করছে না। এর ফলে প্রতারিত হওয়াসহ স্বাস্থ্য ঝুঁকির মুখেও পড়ছেন অনেকেই। এরই ধারাবাহিকতায় রাজধানীর শাহবাগ ও হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা শুক্রবার (১৯ জুন) ভোরের কাগজকে এসব কথা জানান।

তিনি বলেন, বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার শেখ মোহাম্মদ শামীমের নেতৃত্বে অভিযান চালিয়ে দেখা যায় শাহবাগে সুপর্ণা ড্রাগল্যান্ড মানহীন বেনামী স্যাভরন বিক্রি করছে। তাই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আর হাতিরপুলে রাস্তায় ভুয়া স্যানিটাইজার বিক্রয়ের জন্য ৩টি ভাম্যমান দোকানকে ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও তাদেরকে সাবধান করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মাহনাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App